আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২১ ১১:৫০

ভারতে দৈনিক সংক্রমণ লাখ ছোঁয়ার পথে

ভারতে করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। দেশটির ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যখন ভোটয় চলছে তখন এমন করোনার ধাক্কা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ লাখ ছোঁয়ার পথে। বেড়েছে মৃত্যুও।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯২ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫১৪ জন।

ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১৩ কোটি সাড়ে ১৩ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৫৭ লাখ ২৭ হাজার।

অন্যদিকে রাশিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় নয় হাজার শনাক্তে মোট সংক্রমণ ৪৫ লাখ ৭২ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত