আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২১ ১২:৪০

বিশ্বে মৃত্যু ২৮ লাখ ৭১ হাজার, আক্রান্ত ১৩ কোটি ২৩ লাখের বেশি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ২৩ লাখের বেশি মানুষ। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাড়ে ৭ কোটির বেশি মানুষ।

বুধবার (৭ এপ্রিল) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ২৩ লাখ দুই হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ২৮ লাখ ৭১ হাজার ৭৮৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৫১ লাখ ২৬ হাজার ৪৬১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি আট লাখ ৪৬ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫৬ হাজার ৫০৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩১ লাখ ৫৮০ জন, মারা গেছেন তিন লাখ ৩৬ হাজার ৯৪৭ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫৪৮ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৮ লাখ এক হাজার ৭৮৫ জন, মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ১৭৭ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৭ লাখ ৯২ হাজার ১৩৫ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ চার হাজার ৯৮৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫৬ হাজার ৫০৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ ৫১ হাজার ৬৫২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন নয় হাজার ৩৮৪ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

আপনার মন্তব্য

আলোচিত