নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২১ ২৩:১১

সিলেটে ৯৩ জনের করোনা শনাক্ত

সিলেটে একদিনে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এদের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজে ৪৬ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনাক্তদের মধ্যে ৩৭ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের ৫ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ২ জন করে রয়েছেন।

শাবিতে ৪৭ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ হাম্মাদুল জানান, শাবির ল্যাবে বৃহস্পতিবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৪৭ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৩৮ জন, সুনামগঞ্জের ৩ জন ও হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত