সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০২১ ০৩:২১

টিকার দ্বিতীয় ডোজ শুরু, প্রথম দিন নিলেন ৮১ হাজার ৩২৩ জন

সারাদেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। একইদিন একই সঙ্গে ১৪ হাজার ৮০৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার পর্যন্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। এ পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে এ টিকা দেওয়া হয়। সেখানে কোনো জটিলতা দেখা না দেওয়ায় ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারা দেশে গণ টিকাদান। সেদিন ৩১ হাজার ১৬০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

বৃহস্পতিবার পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন। তারা এখন নেবেন দ্বিতীয় বা শেষ ডোজ।

দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে সোমবার থেকে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত