সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০২১ ১১:৫২

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৯ দিনে ১৯৩ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। অন্য সাত জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচ জন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচ জন রয়েছেন। এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে (১ জুন থেকে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। যাদের নমুনা পরীক্ষার পর দুই-একজন ছাড়া সকলেরই করোনা পজিটিভ এসেছে।

এদিকে, রাজশাহীতে বর্তমানে করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৬ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৪৩ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও গত বুধবার ৪১ দশমিক ৫০ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত