সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০২১ ১১:২৯

করোনাভাইরাস: রাজশাহীতে আরও ১৩ মৃত্যু, ৯ জনই নারী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৯ জনই নারী। রোববার সকাল ৮টার পর থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মৃত ১৩ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ছিল। বাকি ৭ জন মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। এদের মধ্যে একজনের করোনা নেগেটিভও হয়েছিল। মৃতদের মধ্যে ৯ জন নারী এবং ৪ জন পুরুষ।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানা যায়, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের ৩ এবং নওগাঁর একজন।

এ নিয়ে চলতি মাসে তিন সপ্তাহে (১ জুন থেকে ২১ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২১৬ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১১২ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তিও বেড়েছে। হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬২ জন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৫৪ জন।

আপনার মন্তব্য

আলোচিত