নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২১ ০২:৩১

সিলেটের দুই ল্যাবে ১৮৬ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে শুক্রবার আরও ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায়  ১০১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ল্যাব সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া ১০১ জন সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা। তবে আক্রান্তদের মধ্যে সিলেটের বাসিন্দা।

বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল  বলেন, আজ আমরা ২৮৭টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের সবাই সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩৬ জন এবং মৌলভীবাজার জেলার ২৩ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত