সিলেটটুডে ডেস্ক

০৫ জুলাই, ২০২১ ১১:৫৬

রাজশাহী মেডিকেলে ১ দিনে মৃত্যু বেড়ে ১৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১৮ জন মারা গেছেন। রোববার সকাল ৮টার পর থেকে সোমবার সকাল ৮ টার আগে পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে শনিবার সকাল থেকে রোববার সকালে ১২ জনের মৃত্যু হয়েছিলো।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে।  এদের একজনের করোনা নেগেটিভও হয়েছিল।

মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, একজন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার একজন এবং একজন কুষ্টিয়ার।

হাসপাতালটির করোনা ইউনিটে গত ৫ দিনে ৮২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জন নারী, ১২ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৮ জনের মধ্যে ৭ জন ষাটোর্ধ্ব, ৩ জন পঞ্চাশোর্ধ্ব, ২ জন চল্লিশোর্ধ্ব এবং ৬ জন ত্রিশোর্ধ্ব।

আপনার মন্তব্য

আলোচিত