সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০২১ ১১:০৪

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জন মারা গেছেন। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ৪ জন করোনা করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে নারী  ৬ জন, পুরুষ ১৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ১৮ জন। হাসপাতালটির করোনা ইউনিটে গত ৬ দিনে ১০১ জনের মৃত্যু হলো।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ সকল তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ১০ জন, একজন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন, পাবনার একজন, একজন কুষ্টিয়ার, চুয়াডাঙ্গার একজন এবং জয়পুরহাট জেলার একজন।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৯ জনের মধ্যে ১১জনই ষাটোর্ধ্ব, ৬ জন পঞ্চাশোর্ধ্ব, একজন ত্রিশোর্ধ্ব এবং একজনের বয়স ৩০ এর নিচে। এছাড়া করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী  ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে এখানে ৪৮৯ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪৫৪টি।

আপনার মন্তব্য

আলোচিত