নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২১ ১২:৩৪

সিলেটে করোনায় একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলা ও বিভাগে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে চলতি মাসের গত ৫ তারিখ একদিনে সর্বোচ্চ সংখ্যক ৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু দেখেছিলো সিলেট বিভাগ।

বুধবার (৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০২ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৩৬২ জনের শরীরে।

নতুন করোনা শনাক্ত ৩৬২ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬৫ জনের পজিটিভ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৌলভীবাজারে ৯৪ জন। এছাড়া, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ৩১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯ জন, মৌলভীবাজারে ১০ জন ও সুনামগঞ্জে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৯২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৪৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ১৮ জন ভর্তি রয়েছেন।

এ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৬ জন। এর মধ্যে সিলেটে ১৮ হাজার ২৭৬ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৫৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৫১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২৫ জন। তার মধ্যে সিলেট জেলার ১১৪, সুনামগঞ্জের ১০ ও হবিগঞ্জে ১ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৫৮ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১১৮ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৫০ জন।

সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৫০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪০৭ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৮ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সিলেট বিভাগে র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ১৫, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৮ ও মৌলভীবাজারে ১২ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত