সিলেটটুডে ডেস্ক

০৮ জুলাই, ২০২১ ১৩:১৪

রাজনগরের উপজেলা নির্বাচন কর্মকর্তার করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের রাজনগরের উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা মারা গেছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান।

আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুরে দাফন করা হয়েছে আলিফ লায়লাকে। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আলিফ লায়লার স্বামীও কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে জুলাইয়ের শুরুতে ৪৬ বছর বয়সী আলিফ লায়লার কোভিড ধরা পড়ে। অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে মাঠ পর্যায়ে ইসি সচিবালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত এপ্রিল চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানও কোভিডে মারা যান।


আপনার মন্তব্য

আলোচিত