আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২১ ১১:১৪

বিশ্বে বেশি সংক্রমিত করেছে ডেল্টা ভ্যারিয়েন্ট: যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমিত করেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্তনি ফাউসি বলেন, ‘করোনাভাইরাসের মূল ধরণের চেয়ে বেশি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট বর্তমানে প্রায় ১০০টি দেশে পাওয়া গেছে এবং সারাবিশ্বে এই ভ্যারিয়েন্টটিই সবচেয়ে বেশি সংক্রমিত করছে।’

তিনি বলেন, ‘আমরা কোভিড-১৯ এর একটি শক্তিশালী ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করছি।’

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কেন্দ্রের পরিচালক রোচেল ওয়ালেন্সকি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৭০ শতাংশ বেড়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৬ শতাংশ।

তিনি জানান, যে অঞ্চলগুলোতে টিকা নেওয়ার সংখ্যা কম সে অঞ্চলগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।

এই মার্কিন কর্মকর্তা জানান, যারা এখনও টিকা নেননি, তারাই বেশি সংখ্যক মারা যাচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত