নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২১ ১৪:৩৩

সিলেটে করোনায় মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে

করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত সিলেট। দানবীয় রূপ নিয়েছে এ মহামারি। দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংক্রমণও ঊর্ধ্বমুখী। শুধু শহর নয়, জেলা-উপজেলা এমনকি প্রত্যন্ত এলাকায়ও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। ফলে বিভাগ জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত।

সর্বশেষ বুধবার সকাল ৮টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৭৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট করোনা প্রমাণিত রোগীরে সংখ্যা ৪৩ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১৩ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ৭৬১ জন রোগী।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৩১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ হাজার ৪৬১ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৫৪৪ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬২ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ২৪৯ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৩০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭৩১ জন করোনা আক্রান্ত রোগীর ৩৮৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৬০ জন, হবিগঞ্জের ১৩৫ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৯১ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে মঙ্গলবার দৈনিক শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ। যার ৪৩ দশমিক ৯৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২৯ দশমিক ২৩ শতাংশ, হবিগঞ্জে ৩৫ দশমিক ০৬ শতাংশ ও মৌলভীবাজারে ৩৩ দশমিক ৭০ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৩ জন রোগী। তাদের ৬ জন সিলেট জেলার ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগী করোনায় মারা গেছেন। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৭৬১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৭৪ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারের ৬১ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬১ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন, হবিগঞ্জ জেলার ১ জন, মৌলভীবাজারে ৫ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৯৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪২ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৫ জন, মৌলভীবাজারে ২৮ জন ভর্তি রয়েছেন। এদিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৯৫ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ১১ জন সুনামগঞ্জে, ২২ জুন হবিগঞ্জে, ১৪ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩২ হাজার ২২৬ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৮৫৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৪৫১ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬১৫ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৫৫ জন ও ওসমানী হাসপাতালে ২৫২ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১৯১ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৫৮, সুনামগঞ্জ ৫৩, হবিগঞ্জ ৩৮ ও মৌলভীবাজার জেলায় ৪২ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৮৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত