সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০২১ ১৩:৪৯

সিলেটে ৭ মৃত্যুর দিনে শনাক্ত ৫৯১, সুস্থ ৪৭৩

শনিবার সকাল ৮টার পর থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট করোনা প্রমাণিত রোগীরে সংখ্যা ৪৫ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৭ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ৭৮৮ জন রোগী।

রোববার (৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৫৯১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৫ হাজার ১৬২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ৪১৮ জন, সুনামগঞ্জে ৫ হাজার ২২১ জন, হবিগঞ্জ জেলায় ৫ হাজার ৪৪১ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৪৪৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৫৯১ জন করোনা আক্রান্ত রোগীর ২৮৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৭১ জন, হবিগঞ্জের ৪২ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১৮৮ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে রোববার দৈনিক শনাক্তের হার ৩০ দশমিক ৯০ শতাংশ। যার ৩২ দশমিক ১৯ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ২৭ দশমিক ৭৩ শতাংশ, হবিগঞ্জে ২৫ দশমিক ৯৩ শতাংশ ও মৌলভীবাজারে ৩১ দশমিক ৯২ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৭ জন রোগী। তাদের ২ জন সিলেট জেলার, সুনামগঞ্জে ৩ জন,  ১ জন হবিগঞ্জ ও এক জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৭৮৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৯০ জন, সুনামগঞ্জে ৫৮ জন, হবিগঞ্জে ৩৯ জন, মৌলভীবাজারের ৬৩ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৯ জন, সুনামগঞ্জ জেলায় ৫ জন, মৌলভীবাজারে ৯ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮৪ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৫৮ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৩০ জন ভর্তি রয়েছেন। এদিকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ২২৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৫৫ জন সুনামগঞ্জে, ২৭ জুন হবিগঞ্জে, ১৪৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৩ হাজার ৬০ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৩২১ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৬০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৬৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ২৪৫ জন ও ওসমানী হাসপাতালে ২৭১ জন।

এদিকে সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট ৩৯, সুনামগঞ্জ ৬৬, হবিগঞ্জ ৩৪ ও মৌলভীবাজার জেলায় ২৯ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১৩২ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত