সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২১ ১৯:০০

৮৪ দিনে সর্বনিম্ন মৃত্যু

দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের।

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ৮৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৬৩৯ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের।

এর চেয়ে কম মৃত্যু হয়েছিল ১৫ জুন। সেদিন ৫০ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।

গত একদিনে করোনা থেকে মুক্তি লাভ করেছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ১১।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৩৭ জন। এনিয়ে ১১ বারের মতো পুরুষের চেয়ে বেশি নারীর মৃত্যুর সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।

মৃতদের মধ্যে একজন শিশু রয়েছে। বাকিদের মধ্যে ত্রিশোর্ধ্ব ৩, চল্লিশোর্ধ্ব ৬, পঞ্চাশোর্ধ্ব ২০ ও ষাটোর্ধ্ব ১১, সত্তরোর্ধ্ব ৯ ও অশীতিপর ৭ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, ১৩ জন। এ ছাড়া খুলনায় ৬ জন, রাজশাহীতে ৩, বরিশালে ৪, সিলেটে ৫, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত