নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৫

শনাক্ত আরও ১,১৪৪, মৃত্যু ২৪

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) নতুন ১ হাজার ১৪৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। গত এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে এ রোগে।

বৃহস্পতিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশে, যা আগের দিন ৪ দশমিক ৭৯ শতাংশ ছিল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৫৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি নমুনা।

এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ২১ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর, প্রথম মৃত্যুর খবর জানানো হয় ১৮ মার্চ।

আপনার মন্তব্য

আলোচিত