নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৩৭

সিলেটে আরও ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু এক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭ জনের। নতুন ১ জনসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৪৬৯ জন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস।

নতুন শনাক্ত এই ২৭ জনের মধ্যে ১৮ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের একজন ও হবিগঞ্জের ৬ জন রয়েছেন।

৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.১০ ভাগ। আগের চব্বিশ ঘন্টায় ৯৬১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ৩.২৩ ভাগ ছিল।

বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৪৬৯ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪,৭৯১ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৪৩জন। সুনামগঞ্জের ৬,২৩১ জন, মৌলভীবাজারের ৬,৬১৭ জন ও হবিগঞ্জের ৮,০৭৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯১৩ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৮৪ জন করোনা রোগী ভর্তি আছেন।

আপনার মন্তব্য

আলোচিত