সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০৪

করোনায় আরও ২৫ মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৮১৮ জনের দেহে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৯৩ জনের।

দেশের ৮১৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এ নিয়ে শনাক্তের হার টানা পাঁচ দিন ৫ শতাংশের নিচে।

এর চেয়ে কম শনাক্ত ছিল গত ১৭ মে। ওই দিন ৬৯৮ জন করোনা রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহ শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়।

গত মঙ্গলবার থেকে দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামতে থাকে। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ, বুধবার ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ ও বৃহস্পতিবার ছিল ৪ দশমিক ৬১। শক্রবার ছিল ৪ দশমিক ৫৬।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪ জন, নারী ১১জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ্যে বিশোর্ধ্ব ১, ত্রিশোর্ধ্ব ২, চল্লিশোর্ধ্ব ৪, পঞ্চাশোর্ধ্ব ৬, ষাটোর্ধ্ব ৭ ও সত্তরোর্ধ্ব ৫ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ৬, রংপুরে ২, খুলনায় ৪ ও সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত