সিলেটটুডে ডেস্ক

২০ নভেম্বর, ২০২১ ১৭:২৪

প্রায় ২০ মাস পর মৃত্যুহীন দিন দেখলো বাংলাদেশ

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। গত বছরের ৩ এপ্রিলের পর করোনায় মৃত্যুহীন একটি দিন পার করল বাংলাদেশ।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ১৭৮ জনের দেহে।

দেশে এ নিয়ে করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৪৬ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশের ৮৩৬টি ল্যাবে ১৫ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের ১৭৮ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯।

এই সময়ে সেরে উঠেছে ১৯০ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

আপনার মন্তব্য

আলোচিত