সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১ ১৮:০৫

করোনায় ফের মৃত্যু ও শনাক্ত বাড়লো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এছাড়া ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৯৫।

এর আগেরদিন বুধবার একজনের মৃত্যু ও ৩৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তিই পুরুষ। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম বিভাগের একজন ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত