নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২ ১৩:১৩

করোনাভাইরাস: সিলেটে দৈনিক শনাক্ত ৯% ছাড়াল

নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় সিলেট বিভাগে দৈনিক করানাভাইরাস রোগী শনাক্তের হার ৯ শতাংশ ছাড়িয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ২৩ শতাংশ।

এর আগে ২০ জুন সিলেট বিভাগে কোভিড রোগী শনাক্তের হার ছিল ২ দশমিক ০৮ শতাংশ, সেদিন ১ জন রোগী শনাক্ত হয়েছিল।

গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের ৪ জন সিলেট জেলার বাসিন্দা। আর গত ছয় দিনে শনাক্তদের মধ্যে কেবল ৪ জন সিলেট জেলার বাইরে বিভিন্ন জেলা-উপজেলার।

মহামারীর শুরু থেকে সিলেট বিভাগে এ পর্যন্ত ৬৬ হাজার ৯৪৭ জনের কোভিড ধরা পড়েছে, যাদের ৩৬ হাজার ৩২ জনই  সিলেট জেলার বাসিন্দা।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯১৭ জন সিলেট জেলার এবং ৩১৯ জন বিভিন্ন জেলা-উপজেলার।

আপনার মন্তব্য

আলোচিত