৩০ মার্চ, ২০২০ ১৬:৫৮
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে।
নিউ ইয়র্কে ২৪ ঘণ্টায় ৮ জনসহ দেশটিতে মোট ২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে সোহেল আহমেদ নামে ৫০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের বাসিন্দা ছিলেন। এনিয়ে দেশটিতে অন্তত সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত ইতালিতে মারা গেছে দুই বাংলাদেশি। গত ২৬শে মার্চ স্পেনের মাদ্রিদে এক বাংলাদেশির মৃত্যু হয়। কাতারে করোনাভাইরাসে প্রথম মৃত্যুই হয়েছে এক বাংলাদেশি নাগরিকের। এছাড়া লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে মারা গেছেন।
আপনার মন্তব্য