৩১ মার্চ, ২০২০ ০৯:৫৭
নিউ ইয়র্কে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে এক বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কুইন্স হাসপাতালে স্বপন হাই নামের এই সাংবাদিক মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
স্বপন হাই ছিলেন ফটো সাংবাদিক ও আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য।
স্বপন হাই বাংলাদেশের বাংলাবাজার, মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমে ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ২০১৪ সাল থেকে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছিলেন। এর মধ্যে তার ওপেন হার্ট সার্জারি হয়। গত বছর থেকে দেখা দেয় কিডনি জটিলতা। তখন থেকেই নিয়মিত ডায়ালাইসিসে ছিলেন।
এই সাংবাদিক নিউ ইয়র্কের প্রথম আলো উত্তর আমেরিকা, সাপ্তাহিক আজকাল ও টিবিএন২৪ টেলিভিশনে কাজ করেছেন। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্ত্রী ঢাকার একটি স্কুলে চাকরি করেন।
বাংলাদেশ সোসাইটির তত্ত্বাবধানে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে স্বপন হাইকে নিউ জার্সির বাংলাদেশ সোসাইটির নিজস্ব কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সোসাইটির সহসভাপতি আব্দুর রহিম হাওলাদার।
আপনার মন্তব্য