নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২০ ১২:১৫

২৪ ঘণ্টায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজনকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংকালে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিবুর রহমান।

এনিয়ে দেশে কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬ জনে। এদের মধ্যে ৬ জন মারা গেছেন, এবং সুস্থ হয়েছেন ২৫ জন।

তিনি বলেন, করোনাভাইরাসের লক্ষণ থাকায় গত ২৪ ঘণ্টায় ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ১৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকের মধ্যে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুইজন করে সন্দেহভাজন কভিড-১৯ রোগীর নমুনা সংগ্রহ করা হবে। এতে আগামীকালের মধ্যে আমরা একদিনে অন্তত ১ হাজার নমুনা পরীক্ষা করতে পারব।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন; তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত