সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০২০ ১০:৩৩

করোনায় আক্রান্ত ১০ লাখ

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার। করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখের বেশি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১০ লাখ ১৪ হাজার ৬৭৩ জন। মৃতের সংখ্যা ৫৩ হাজার ৩০ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭০ জনে। মারা গেছেন ৬ হাজার ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১৬৯ জন।

তবে করোনায় প্রাণহানিতে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জনে।

মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মারা গেছে ১০ হাজার ৩৪৮ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৫ জন।

তবে গত ডিসেম্বরে চীনের উহানে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন দেশটিতে রহস্যময় আচরণ করছে। বলতে গেলে দেশটিতে আর করোনা সংক্রমণ নেই বললেই চলে।

চীনের দাবি, দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৪৩৭ জন। মারা গেছেন ৩ হাজার ৩২২ জন। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে চীনের দেওয়া এই পরিসংখ্যানকে ভুয়া দাবি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত