আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২০ ১১:১১

৯৫ হাজার ছাড়াল মৃতের সংখ্যা, আক্রান্ত ১৬ লাখ

করোনাভাইরাসে প্রতিমুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে গোটা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭১৫ জনে। এছাড়া বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন। মারা গেছেন ৯৫ হাজার ৭২২ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৬৫৬ জন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনো ইউরোপ হলেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে দক্ষিণ এশিয়াতেও। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। আর স্পেনে ১ লাখ ৫৩ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ১ লাখ ১৮ হাজার ২৩৫ জন জার্মানির আক্রান্তের সংখ্যাও।

ভারতে আক্রান্তের সংখ্যা এখন ৬ হাজার ৭২৫জন। পাকিস্তানেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেখানে মোট শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪৮৯ জন।

বিশ্বজুড়ে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৩৩৯ জন। ইতালিতে ২৮ হাজার ৪৭০ ও স্পেনে ৫২ হাজার ১৬৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আপনার মন্তব্য

আলোচিত