সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০২০ ১৪:১৩

সরকারি ছুটি আরও ১১ দিন বাড়ছে

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারি ছুটির মেয়াদ আরেকদফা বাড়ানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ ছুটির মেয়াদ বেড়ে ২৫ এপ্রিল হবে। তবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি।

শনিবার (১১ এপ্রিল) অথবা রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলেও এমন সিদ্ধান্ত আসতে পারে বলেও সূত্রে জানা যায়।

এবার ছুটির মেয়াদ বাড়ানো হলে চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হল।

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল এবং তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার চতুর্থ দফায় ছুটি বাড়ালো সরকার।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিতে যাচ্ছে। মানুষকে ঘরের মধ্যে রাখতে ছুটি অবশ্যই বাড়াতে হবে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রস্তাবও দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত