নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২০ ১৪:৩৬

নতুন শনাক্ত ৫৮, মৃত আরও ৩

গত ২৪ ঘণ্টায় ৫৮ জন রোগীর দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে।

নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এখন ৩০ জনে পৌঁছেছে। এছাড়া সুস্থ হয়ে ফিরেছেন আরও তিনজন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮ জন। ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে এসব আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে। মোট মৃত্যু ৩০ জন।

স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার কমলেও আজকে ৩ জন মারা গেছেন। ঢাকার একজন, বাইরের দুইজন। মৃতদের মধ্যে ৩০-৪০ বছরের মধ্যে একজন, ৫০-৬০ বছরের মধ্যে ২ জন।

তিনি বলেন, শনাক্ত হওয়া ৯৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, আর ১০ জন নারী। ঢাকা শহরের ১৪ জন, নারায়ণগঞ্জ ৮ জন। অন্যরা অন্যান্য জেলায়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত