সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০২০ ১৮:৩৩

স্পেনে মৃত্যুহার কমায় লকডাউন কিছুটা শিথিলতা

বেশ কিছুদিন ধরে স্পেনে করোনায় দৈনিক মৃত্যুহার কমতে শুরু করায় দীর্ঘদিন ধরে জারি থাকা কঠোর লকডাউন কিছুটা শিথিল করতে শুরু করেছে স্পেন। কারখানা, আবাসনসহ যেসব খাতের কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ নেই তাদের কঠোর বিধিবিধান মানার শর্তে কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তবে, নির্মাণ ও উৎপাদনসহ গুটিকয়েক খাতের সঙ্গে সংশ্লিষ্ট ছাড়া বাদবাকি নাগরিক এখনও লকডাউনের আওতায়। বেশিরভাগ মানুষই এখনও গৃহবন্দি। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত দোকানপাট, পানশালা ও গণজমায়েত হয় সে ধরনের সব জায়গা বন্ধ থাকবে।

দীর্ঘদিনের কঠোর লকডাউনের ফলেই স্পেনে আপাতত করোনার প্রকোপ কমতে শুরু করেছে বলে ভুক্তভোগীদের মত। কঠোর লকডাউনে না গেলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতো বলে মত তাদের।

শেষ খবর অনুসারে, স্পেনে করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত ১৭ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জনের।

আপনার মন্তব্য

আলোচিত