নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২০ ২০:৩৯

করোনা: সাড়ে ৫ লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে সাড়ে ৫ লাখেরও বেশি মানুষ। তবে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২২ লাখ। এর মধ্যে মারা গেছে এক লাখ আটচল্লিশ হাজারের বেশি মানুষ।

আক্রান্ত ২১০টি দেশ ও অঞ্চলের তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডওমিটার নামের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিশ্বব্যাপী আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার তথ্য হালনাগাদ করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২,২০৮,৩৭৬ জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫৮,৭১৫ জন, এবং মারা গেছেন ১৪৮,৭৩০ জন।

এতে আরও দেখা যায়, কোভিড-১৯ আক্রান্তের চিকিৎসা সমাপ্তিতে সুস্থতার হার ৭৯ এবং মারা গেছেন ২১ শতাংশ মানুষ। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫ লাখের বেশি লোক।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই রোগ এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। মৃত্যু সংখ্যার দিক থেকে বর্তমানে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও ফ্রান্স। আক্রান্তের সংখ্যায় বাজে পরিস্থিতি যুক্তরাষ্ট্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে আখ্যা দিয়েছে।

এ মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশে শনিবার পর্যন্ত ১,৮৩৮ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের মধ্যে ৭৫ জন মারা গেছেন, এবং ৫৮ জন সুস্থ হয়ে ওঠেছেন।

আপনার মন্তব্য

আলোচিত