সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ ২২:৫২

দিনাজপুরে বাবা-মায়ের পর দেড় বছরের শিশু করোনায় আক্রান্ত

দিনাজপুর সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেড় বছরের এক শিশুও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে পাঠানো তথ্যমতে, দিনাজপুর সদর উপজেলার নয়নপুরের ওই শিশুর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, ‘গত কয়েকদিন আগে ওই শিশুর বাবা এবং মায়ের করোনা শনাক্ত করা হয়। রোববার ওই শিশুটির করোনা শনাক্ত করা হয়েছে। তবে বর্তমানে তারা সবাই সুস্থ আছে। তাদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে’।

বিজ্ঞাপন

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘দিনাজপুরে মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আমরা তাদের বাড়িতে রেখেই প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। তাদের কখন কী দরকার এসব বিষয়ে খোঁজ খবর রাখছি। বর্তমানে যারা করোনায় আক্রান্ত হয়েছে সবাই সুস্থ আছেন’।

এ নিয়ে জেলায় ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত