নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২০ ১৯:৫৭

করোনা রোগ সম্পর্কে আপনি কতখানি জানেন?

সারাবিশ্বে মহামারি হিসেবে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) রোগ বিষয়ে মানুষের মধ্যে কতখানি সচেতনতা রয়েছে এনিয়ে জরিপ কাজ শুরু করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) কমিউনিটি মেডিসিন বিভাগ।

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিষ্ঠানটির নির্ধারিত কিছু প্রশ্নের উত্তর সংগ্রহের মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালনা করছে।

সিওমেকের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. এনামুল হক এনাম এই উদ্যোগ বিষয়ে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈশ্বিক এই মহামারির সময়ে নানা উৎস থেকে সংবাদ প্রকাশিত হচ্ছে। এরমধ্যে কিছু সংবাদের ভিত্তি নাই। নানামুখী সংবাদের ভিড়ে এই সময়ে দেশের নানা শ্রেণিপেশার মানুষের মধ্যে এই করোনাভাইরাস সম্পর্কে মানুষ কতখানি সচেতন এনিয়ে আমরা জরিপ কাজ পরিচালনা করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই জরিপের প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে আমরা আমাদের পরামর্শসহ প্রতিবেদন প্রকাশ করব, এবং জনসচেতনতা বৃদ্ধিতে আর কী ধরনের সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কেও আলোচনা করব। এটা আমাদের বিভাগ থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাবে।

তিনি মানুষের সচেতনতার বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পেতে সকলকে এই জরিপে অংশ নেওয়ার আহ্বান জানান।

জরিপে অংশ নিতে ক্লিক করুন: https://www.qsurvey.qa/home/en#/response/T58BP9TUSA

আপনার মন্তব্য

আলোচিত