নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২০ ১৬:৪৭

সিলেটে স্ত্রী রোগ বিশেষজ্ঞ এক চিকিৎসকের করোনা শনাক্ত

সিলেটের প্রখ্যাত এক স্ত্রী রোগ বিশেষজ্ঞের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ওই চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজের একই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে আছেন। তার স্ত্রীও একজন চিকিৎসক।

বিজ্ঞাপন

ওই চিকিৎসকের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান মঙ্গলবার বলেন, সিলেটের ৭৮ জন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। সেখান থেকে যাদের রিপোর্ট পজিটিভ আসে তাদের মধ্যে ওই চিকিৎসকও রয়েছেন।

তিনি বলেন, শনাক্ত হওয়া তিনি সুস্থ আছেন। আজ আবার তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত