আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২০ ২৩:১২

করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ভারতে

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের পরিসংখ্যান এটি।

সরকারি পরিসংখ্য়ান মতে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৯৭ জন। খবর এনডিটিভির

এখন পর্যন্ত ভারতে কোভিড- ১৯ এ মোট ৬৭ হাজার ১০০ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২ হাজার ২০৬ জন।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের প্রকোপ কম করতে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন চলছে। এরইমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবার থেকেই ধীরে ধীরে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করার। এর জন্যে ট্রেনের টিকিটের অনলাইন বুকিং সোমবার থেকেই শুরু হয়েছে।

ভারতীয় রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ১৫ টি বিশেষ ট্রেন দিল্লি থেকে ছেড়ে আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, জম্মু, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং ত্রিপুরার উদ্দেশে রওনা হবে।

আপনার মন্তব্য

আলোচিত