সিলেটটুডে ডেস্ক

১৪ মে, ২০২০ ০২:০২

চট্টগ্রামে একদিনে ৯৫ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে বুধবার রাতে আরও ৯৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম নগর ও জেলায় মোট করোনা শনাক্ত রোগী দাঁড়াল ৫১৫ জনে।

বুধবার (১৩ মে) চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩৬৯ টি নমুনা পরীক্ষা করে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নতুন করে চট্টগ্রামে ৯৫ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর মধ্যে বিআইটিআইডিতে ২৩১ টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। যার মধ্যে মহানগর ও জেলায় রয়েছে ৩৮ জন।

সিভাসু’র ৪৬টি নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ এসেছে। তার মধ্যে ১২ জন চট্টগ্রামের এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চট্টগ্রামের ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ২টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এবার দুটি প্রতিবেদন নেগেটিভ এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত