সিলেটটুডে ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৮ ২৩:০৫

বি. চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ২ নভেম্বর

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী চিঠি দেওয়ার পর প্রধানমন্ত্রী সেই চিঠির উত্তর দিয়েছেন।

সংলাপের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার সাথে সাথেই ফিরতি উত্তরে ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হয়।

বসার আমন্ত্রণ জানিয়ে বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীকে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২ নভেম্বর গণভবনে বিকল্পধারার সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী। সংলাপের দাওয়াত সংক্রান্ত চিঠি আওয়ামী লীগের পক্ষ থেকে ড. হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল বি. চৌধুরীর বাসায় নিয়ে যান।

এরআগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বি. চৌধুরীর লেখা চিঠিটি নিয়ে যান বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

এদিকে ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের দিন ঠিক হয়েছে। আগামী ১ নভেম্বর গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে অংশ নেবেন ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল।

আপনার মন্তব্য

আলোচিত