নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০১৮ ১৬:৩৭

সংলাপ সফলের আশা ঐক্য ন্যাপের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের মধ্যকার সংলাপ সফলতার মুখ দেখবে বলে আশাবাদী ঐক্য ন্যাপ।

ঐক্য ন্যাপের দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় ঐক্যফ্রন্টের প্রস্তাবিত সংলাপের চিঠির জবাবে প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া, বাহাস ও সংঘাতপ্রবণ বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিবেশে এক বহু-প্রত্যাশিত স্বস্তির সুবাতাস ছড়িয়েছে।

প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে শুভ জাতীয় উদ্যোগ হিসেবে ঐক্য ন্যাপ দেখছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্বাচন নিয়ে উদ্বেগকুল দেশবাসীর সাথে আমরাও আশা করি সরকারি দল আওয়ামী লীগ এবং ঐক্যফ্রন্টের মধ্যে প্রস্তাবিত সংলাপটি দ্রুত শুরু হয়ে স্বল্প সময়ে সফলতার মুখ দেখবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

ঐক্য ন্যাপের আশা আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিরাজিত শঙ্কা-বিভ্রান্তি-অবিশ্বাস-দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে উক্ত সংলাপটি দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ, প্রচার মাধ্যম সহ সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ নিয়ে সৃষ্ট জাতীয় ঐক্যমত্যের প্রতিফলন ঘটাবে।

আপনার মন্তব্য

আলোচিত