সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৮ ২২:১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির সংলাপ ৫ নভেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সংলাপের আমন্ত্রণ পেয়েছে জাতীয় পার্টিও। এইচ এম এরশাদ নেতৃত্বাধীন দলটিকে ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠি পাওয়ার পর সংলাপে অংশ নিতে ২০ সদস্যের প্রতিনিধি দলও ঠিক করেছে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্ট ও শুক্রবার বিকল্প ধারার সঙ্গে সংলাপ করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তারপর তিনি সংলাপে বসবেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।

বুধবার সকালে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি নিয়ে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণপত্র নিয়ে বারিধারায় এরশাদের বাড়িতে যান।

গোলাপ বলেন, আমি প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র জাপা চেয়ারম্যানের হাতে পৌঁছে দিয়েছি। উনারা আমাকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবেন।

আপনার মন্তব্য

আলোচিত