নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫৩

‘পুলিশ প্রহরায়’ নাহিদের প্রচারণা!

আনুষ্ঠানিক প্রচারণা এখনও শুরু হয়নি। সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হবে প্রচারণা। তবু অনানুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা। সিলেট-৬ আসনেও প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নির্বাচনী প্রচারণাকালে তাঁর সাথে থাকছে পুলিশ প্রহরা। রোববারও বিয়ানীবাজারের দুবাগসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন নাহিদ। এসময় তাঁর সাথে পুলিশ সদস্যদেরও দেখা গেছে।

প্রচারণাকালে প্রার্থীর সাথে পুলিশ সদস্যদের উপস্থিত থাকা আচরণবিধি লঙ্ঘন কী না জানতে চাইলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, উনি তো এখনও মন্ত্রীর দায়িত্বে আছেন। তাঁর নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। তাঁর কিছু হলে তো আমাকেই জবাবদিহি করতে হবে।

ওসি বলেন, কেউ হুমকিতে থাকলে তাঁর নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। অন্য কোনো প্রার্থী যদি হুমকিতে আছেন বলে আমাদের মনে হয় তবে তাদেরও নিরাপত্তা প্রদান করবো।

এরআগে গত ২৮ নভেম্বর মনোনয়ন প্রদানকালেও পুলিশ প্রহরার রিটার্নিং কর্মকর্তার অফিসে যান নাহিদ।

সে সময় এনিয়ে প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, আমি না করেছি। তবু পুলিশ নিরাপত্তার স্বার্থে আমার সাথে এসেছে। এটা প্রটোকল নয়, সিকিউরিটি।

নাহিদ সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বর্তমান সাংসদ।

আপনার মন্তব্য

আলোচিত