তসলিমা নাসরিন

০৫ মার্চ, ২০২৩ ২১:১৯

অনুগ্রহ করে আহমদি মুসলিমদের ‘কাদিয়ানী’ বলবেন না

অনুগ্রহ করে আহমদি মুসলিমদের কাদিয়ানী বলবেন না। তাদের আহমদি মুসলিম বলুন, বা আহমদিয়া বলুন।

আহমদিয়াদের অবতার মির্জা গোলাম আহমদ ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামের গ্রামে জন্মেছিলেন, সে কারণে তাঁর অনুসারীদের কাদিয়ানী বলার কোনও মানে হয় না। আহমদিয়ারা নিজেদের কাদিয়ানী বলতে একেবারেই পছন্দ করে না। আহমদিয়াদের কাদিয়ানি বললে মুহম্মদের অনুসারীদের মক্কী বলতে হয়।

বাংলাদেশে আহমদিয়াদের ওপর অত্যাচার নতুন নয়। ঠিক যেমন পাকিস্তানেও আহমদিয়াদের ওপর অত্যাচার নতুন নয়।

আহমদিয়ারা সুন্নি মুসলিমদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত। সুন্নি মুসলিমদের দেশে সুন্নি মুসলিম ছাড়া আর সব ধর্মের, মতের, বিশ্বাসের মানুষই নির্যাতিত।

আহমদিয়াদের আসলে ভারত ভাগের সময় সুন্নিদের পেছন পেছন পাকিস্তানে পাড়ি দেওয়া উচিত হয়নি। পশ্চিম এবং পূর্ব দুই পাকিস্তানেই তারা ‘অমুসলিম’ আখ্যা পেয়েছে, নির্যাতিত হয়েছে, আজও হচ্ছে।

শিয়া মুসলিমও সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিমের দেশে অত্যাচারিত। আবার শিয়া যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সুন্নি সংখ্যালঘু হিসেবে অত্যাচারিত।

যে দেশে কোনও মানুষই তার ভিন্ন ধর্ম, ভিন্ন বিশ্বাস এবং ভিন্ন মতের জন্য অত্যাচারিত হয় না, সে দেশগুলোর নাম সভ্য দেশ। পৃথিবীর কোন কোন দেশ সভ্য, তা আমরা চোখ বুজে বলে দিতে পারি। দুঃখ এই, মুসলমানদের কোনও দেশই আজ অবধি সভ্য হতে পারলো না।

  • তসলিমা নাসরিন: নির্বাসিত লেখক। 

আপনার মন্তব্য

আলোচিত