২৫ আগস্ট, ২০২৩ ১২:৫৬
বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ রহস্যময় পোস্ট দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। লিখেছিলেন—‘আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…’।
সাকিবের সেই পোস্ট সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল। হঠাৎ কেন এমন পোস্ট; উৎসুক হয়ে ওঠেছিলেন ক্রিকেট-অনুরাগীরা।
রাত শেষে দিনের শুরুতে সাকিব নিজেই উন্মোচন করলেন সেই রহস্য। মাধ্যম ওই একই সামাজিক মাধ্যম ফেসবুক।
সাকিবের পোস্ট সূত্রে জানা গেল ওটা বিজ্ঞাপনী-বার্তা। এই বিজ্ঞাপন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএনএফ) নগদ-এর।
শুক্রবার প্রকাশিত বিজ্ঞাপনে সাকিব বললেন—‘‘আমি খেলবনা। খেলবে এবার বাংলাদেশ। কারণ, নগদ নিয়ে এসেছে এমন এক খেলা যা আগে কখনও হয়নি। নগদে মোবাইল রিচার্জে থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি! সাথে বিশ্বকাপ এর টিকেট সহ হাজার হাজার পুরষ্কার। এখন খেলবে তো বাংলাদেশ! #খেলাহবেনগদে’’।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের তিন ফর্মেটেই সাকিব আল হাসান বাংলাদেশের অধিনায়ক। কিছুদিন আগে দ্বিতীয় দফায় ওয়ানডে দলের নেতৃত্বে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আগামী ২৭ অক্টোবর সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। এক মাসের বেশি সময় পর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যান সাকিব। এই সময়ে সাকিব জাতীয় দলের সঙ্গে না থাকলেও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ব্যক্তিগত ফিটনেস ট্রেনার নিয়ে গিয়ে প্রস্তুতি সেরেছেন।
আপনার মন্তব্য