
২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০০
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ছবি দেখিয়ে অথবা আমার কথা বলে কেউ অবৈধ সুবিধা এবং চাঁদা আদায়ের চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করে, ছবি তুলে। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি অনেকে ছবি তুলেছে। আমাকে অনেকে জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। এবং কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি সত্য-মিথ্যা জানি না। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা এসব কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিন। কোনো অবস্থাতেই, কোনো কারণেই আমার কথা বলে কেউ যদি অবৈধ সুবিধা এবং চাঁদা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন। মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন। এবং অবশ্যই আমি চেষ্টা করবো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
তিনি বলেন, আমি বা আমার সরকারের কেউ কোন রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সমস্ত কাজ যারা করার চেষ্ট করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না। আমাদের কারও নাম ব্যবহার করবে না। আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোন রকম হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য