জাহিদ নেওয়াজ খান

০৪ অক্টোবর, ২০১৬ ১৯:৪৬

ব্যক্তির অপরাধে সাংগঠনিক পরিচয় হাইলাইট করলে বরং অপরাধীকেই সুবিধা দেয়া হয়

কোন বিচ্ছিন্ন ঘটনায় কোন অপরাধীর শাস্তির দাবি করতে গিয়ে বারবার তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে আমরা বরং তার বের হয়ে যাওয়ার পথ করে দেই।

সিলেটের এমসি কলেজে মেয়েটিকে কোপানো দুর্বৃত্তের একমাত্র পরিচয় সে দুর্বৃত্ত। এমন যদি হতো সে সংগঠনের অন্যদেরকে সঙ্গে নিয়ে দল বেঁধে অপরাধ করেছে তাহলে সংগঠনটিকেও আমরা দায়ী করতে পারতাম।

সে অপরাধ করেছে একা এবং এর দায়ভার তার একার। এখন আমরা বারবার তার সাংগঠনিক পরিচয়কে মুখ্য করলে সংগঠনটিও বিষয়টিতে জড়িয়ে পড়তে বাধ্য হয় এবং সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়ায় অপরাধীকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টায় জড়িয়ে পড়তে পারে। বিচ্ছিন্ন অপরাধের ঘটনায় সংগঠনকে জড়ানো মানে বিষয়টিতে সংগঠনের প্রেস্টিজ, গোঁয়ার্তুমি এবং অনানুষ্ঠাঠানিক পাল্টা ব্যবস্থার পথে সংগঠনটিকে উস্কে দেওয়া।

এভাবে রাজনৈতিক বেনিফিট নিতে গিয়ে আমরা যেন সংগঠনটিকে জেদের বশবর্তী হয়ে ক্ষমতা দেখানোর পথে না নিয়ে যাই। বরং কামানটা মূল অপরাধীর দিকে তাক করে রাখি। এতেই বরং ন্যায়বিচার নিশ্চিত হবে।

 

জাহিদ নেওয়াজ খান
সম্পাদক, চ্যানেল আই অনলাইন

(ফেসবুক থেকে)

 

আপনার মন্তব্য

আলোচিত