সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৬ ২২:১৫

‘আল্লাহর নামে চলিলাম’ ও আমাদের টেস্ট স্কোয়াড

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। মাত্র দুই পেসার ও নবীনদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে সমালোচনা করছেন অনেকেই। ঘরোয়া লীগে ফর্মে থাকা কাউকে কাউকে দলে না নেওয়ার অভিযোগ এনেও নির্বাচকদের সমালোচনা করা হচ্ছে।

বাংলাদেশের এই দল নিয়ে ক্রীড়া সাংবাদিক নাজমুল হক তপন ফেসবুকে লিখেছেন-

মুড়ির টিন শব্দটা একটা সময় ছিল মানুষের মুখে মুখে। লক্কড় ঝক্কড় মার্কা ট্রান্সপোর্টকে মুঢ়ির টিন বলত সবাই। এ্ই মুড়ির টিনগুলোর কোন কিছুই ঠিক ছিল না।
তবে ভতরে বেশ কায়দা করে বড় আকারে লেখা থাকত.... 'আল্লাহর নামে চলিলাম।'

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড দেখে মনে পড়ে যাচ্ছে
মুড়ির টিনের ভেতরে লেখা ..'আল্লাহর নামে চলিলাম' কথাগুলো!!!!

রোববার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটি লিখেন নাজমুল তপন।

উল্লেখ্য, প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রয়েছেন- মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান।

আপনার মন্তব্য

আলোচিত