সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:১০

‘এইরকম জ্ঞানী মানুষ ই দেশ অ আর আছিল না’

ছবিঃ হাসান মোরশেদ

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।

সোমবার সকাল থেকেই শহিদ মিনারে নেমেছিল জনতার ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এদিন শহিদ মিনারে ছুটে এসেছিলেন খেটে খাওয়া দরিদ্র মানুষও। উদ্দেশ্য, প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা আর ভালোবাসা জানানো।

সুরঞ্জিতকে ভালোবেসে শহিদ মিনারে আসা তেমনই একজন মানুষ ধরা পড়েন লেখক হাসান মোরশেদের ক্যামেরায়। সোমবার দুপুরে দেয়া এক ফেসবুক পোস্টে সেই মানুষটির কথা তুলে ধরেছেন তিনি-

'শহীদ মিনারে অসংখ্য মানুষ। ফিটফাট, কালো ব্যাজ লাগানো নেতাকর্মীদের ভীড় এড়িয়ে একটা খুব সাধারন মুখ খুঁজছিলাম।

টাংগুয়ার হাওড়ের পাড়ের গ্রাম জয়পুরের আরব আলী। সিলেট শহরেই দিনমজুরের কাজ করেন। এসেছেন, যদি সুযোগ পাওয়া যায় একবার দেখার।

জিজ্ঞেস করলাম 'চিনতেন?’
হ্যাঁ বললেন।
'কবে থেকে?'
'যুদ্ধের আগ তাকি'
এইসব প্রান্তিক মানুষদের কাছ থেকে কথা বের করার কৌশল কিছুটা শিখেছি এতোদিনে।
'কেমন ছিলেন উনি'
'এইরকম জ্ঞানী মানুষ ই দেশ অ আর আছিল না। মাইনসেরে বড় ভালা পাইতা'

হাওর পাড়ের দিনমজুর আরব আলী স্বাক্ষ্য দেন।'

আপনার মন্তব্য

আলোচিত