শাবি প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৮

শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের ক্রীড়া সপ্তাহ শুরু

জমকালো আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সপ্তাহব্যপী ক্রীড়া প্রতিযোগীতা ‘স্পোর্টস উইক-২০১৬’ শুরু হয়েছে।

‘টুগেদার উই স্ট্রং’ শ্লোগানে এই ‘স্পোর্টস উইক’ এর আয়োজনে রয়েছে বিভাগের ১৪ তম ব্যাচ (২০১১-১২ সেশন)।

এ উপলক্ষ্যে মঙ্গলবার বেলা একটায় শাবির একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা আনন্দে-উৎসবে মেতে উঠে।

‘স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনে’র ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলামের নেতৃত্বে এ শোভাযাত্রায় বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, ড. মনিরুল ইসলাম, ড. মো. খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান প্রমুখ।

সপ্তাহব্যপী এ ক্রীড়া প্রতিযোগীতা শেষ হবে ২৯ জানুয়ারী শুক্রবার। স্পোর্টস উইকের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, লুডু, কার্ড, ডার্ট, মিউজিক্যাল চেয়ারসহ সর্বমোট ১৮টি ইভেন্ট।

উৎসবমুখর পরিবেশে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহ ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত