শাবি প্রতিনিধি

৩১ মে, ২০১৬ ১৬:১৬

শাবিতে কার্টুন ফ্যাক্টরির চ্যারিটি ফিল্ম ফেস্টিভাল

হলি ফ্যামেলী মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্রী নারিসা ভুবন আহির’এর চিকিৎসার সাহায্যার্থে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চ্যারিটি ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কার্টুন বিষয়ক সংগঠন কার্টুন ফ্যাক্টরি দুই দিনব্যাপী এ চ্যারিটি ফিল্ম ফেস্টিভালের আয়োজন করেছে। ২ ও ৩ জুন বৃহস্পতি ও শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

কার্টুন ফ্যাক্টরি সহকারী সাধারণ সম্পাদক আবু নাইম শিমুল জানান, প্রতিদিন তিনটি আলাদা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই তাদের এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত বুথে এবং প্রদর্শনী শুরুর পূর্বে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

উলেখ্য, এই মেধাবী শিক্ষার্থী ‘‘বোন ম্যারো ক্যান্সার’’ এ আক্রান্ত। যা এখন স্টেজ- ৪ এ অবস্থান করছে। ছয় ধাপে কেমোথেরাপির জন্য খরচ হবে প্রায় ৮৬ লক্ষ টাকা। এবং ‘‘বোন ম্যারো ট্রান্সপ্লান্ট’’ করতে লাগবে আরো ৬০ লক্ষ টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

আপনার মন্তব্য

আলোচিত