সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৫ ১১:১০

খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফাইল ছবি

গত ২৬শে মার্চ, ২০১৫ ইং, বৃহস্পতিবার দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা খাতুন-এ-জান্নাত এবং সাদিয়া খানম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক শাহেদুর রহমান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষিকা মিসেস আবেদা হক। আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জনাব এম. হোসেন আহমদ, রাজকুমার সিং, জালাল হোসেন, রুকন উদ্দিন এবং মাহফুজা আহমেদ মাহফি।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। সবশেষে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্ণেল (অবঃ) নাজমুল ইসলাম তাপাদার সকলকে স্বাধীনতা ও জাতীয় দিবসের উষ্ণ অভিবাদন ও অংশগ্রহনকারীদের অপূর্ব পরিবেশনার প্রশংসা করেন।

আপনার মন্তব্য

আলোচিত