নিউজ ডেস্ক

০১ এপ্রিল, ২০১৫ ০৩:৫৪

আজ থেকে এইএসসি ও সমমানের পরীক্ষা: অংশ নিচ্ছে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন

দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১ এপ্রিল।

এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বছর মোট পরীক্ষার্থী ছিলো ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। বুধবার সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র বিষয়ের পরীক্ষা রয়েছে।

এ বছর মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১ জন। এবার মোট শিক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস ষ্টাডিজ) ৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষাসূচি অনুসারে, এইচএসসির তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। এবার ৮ হাজার ৩০৫টি প্রতিষ্ঠানের পরীক্ষা ২ হাজার ৪১৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিদেশে ৭টি কেন্দ্রে ২৪১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

২০১২ সালে শুধু বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার ১৩টি বিষয়ের ২৫টি পত্র সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বুদ্ধিতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী (মুক ও বধির) পরীক্ষার্থীদের জন্য আগের মতো অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

প্রথম পরীক্ষার দিন সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত