সিলেটটুডে ডেস্ক

১২ আগস্ট, ২০১৭ ১২:৪৫

নর্থ ইস্ট ইউনিভার্সিটির জার্নালের মোড়ক উন্মোচন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ‘এনইইউবি জার্নাল’-এর মোড়ক উন্মোচন হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির গবেষণা প্রকাশনা ‘এনইইউবি জার্নাল’-এর ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী প্রধান অতিথি হিসেবে জার্নালের মোড়ক উন্মোচন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার এ এফ মুজতাহিদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ, এপ্লাইড সোসিওলোজি ও সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আহসান হাবিব, আইন ও বিচার বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আবুল হাসনাত ইবনে আবেদীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রবন্ধসহ মোট ১২টি গবেষণা প্রবন্ধ উক্ত জার্নালে প্রকাশ হয়েছে।

জার্নালটি দেশের শিক্ষা গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত